মেনু নির্বাচন করুন
Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ২২ জানুয়ারি ২০২৩

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি

এতদ্বারা ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু নির্বাচিত ছাত্রীদের জানানো যাচ্ছে যে, মেধাক্রম অনুসারে প্রাথমিক ভর্তি নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের নিম্নলিখিত ফি প্রদান সাপেক্ষে নির্ধারিত তারিখে ভর্তির জন্য নির্দেশ দেয়া হলো।
ভর্তির তারিখ: বিজ্ঞান শাখা ২২/০১/২০২৩ মানবিক শাখা ২৩/০১/২০২৩ ব্যবসায় শিক্ষা শাখা ২৪/০১/২০২৩। ভর্তি কার্যক্রম সকাল ১০:০০ টা হতে দুপুর ২:০০ টা পর্যন্ত চলবে।
ফি জমাদান পদ্ধতি:
ধাপঃ ১ (যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে / শিক্ষার্থীদের ক্ষেত্রে) registration.studentsheba.com – লিংকে যেতে হবে।
২. শিক্ষার্থীদের SSC Roll এবং নীলফামারী সরকারি মহিলা কলেজের EIIN: ১২৫১৮৮ বসিয়ে Submit করবে।
৩. যাবতীয় তথ্য পূরণ করবে ও সাবমিট করবে।
৪. আবশ্যিক ও চতুর্থ বিষয় Assign করতে হবে।
৫. ফরম পুরণ করার পর ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
৬. এর পেমেন্ট অপশনে ক্লিক করে Year এর জায়গায় 2023 এবং মাসের জায়গায় January লিখে Search এ ক্লিক করতে হবে। এর পর শিক্ষার্থীর সুবিধামতো স্ক্রিণে প্রদর্শিত যেকোন পেমেন্ট মাধ্যম যেমন (Sonali Bank Account Transfer, Sonali e-Wallet/bKash/Rocket/Nagad/ Card) এর মাধ্যমে ২,০০০/- টাকা পেমেন্ট করতে হবে।
৭. পেমেন্ট সম্পন্ন হওয়ার পর শিক্ষার্থীকে Pay Slip Download ও Print করতে হবে এবং নিচে বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিতে হবে।
০১। registration.studentsheba.com এ লগিন করে প্রয়োজনীয় তথ্যাদি নির্ভূলভাবে প্রদান করে প্রিন্ট কপি জমা দিতে হবে।
০২। একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও প্রশংসাপত্র মূল কপি।(একাডেমিক ট্রান্সক্রিপ্ট বোর্ড থেকে প্রদান না করা থাকলে প্রবেশপত্র ও রেজি.কার্ডের মূল কপি)
০৩। একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র, প্রবেশপত্র ও রেজি.কার্ডের ১ সেট ফটোকপি। ০৪। চার (৪) কপি পাসপোর্ট ও দুই (২) কপি স্ট্যাম্প সাইজের ছবি। ছবির পিছনে নাম ও এসএসসি রোল নম্বর লিখতে হবে। ০৫। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে সনদের সত্যায়িত কপি। মূল কপি প্রর্দশন করতে হবে। ০৬। শিক্ষার্থীর জন্মনিবন্ধনের ফটোকপি। ০৭। শিক্ষার্থীর পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। ০৮। অভিভাবকের আয়ের সনদপত্র।
০৯। বোর্ড হতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর বৃত্তির গেজেট ও বিদ্যালয়ের প্রত্যয়নপত্র। ১০। উপবৃত্তির জন্য প্রাথমিক তথ্য ফরম যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে। ১১। ভর্তির সকল প্রয়োজনীয় কাগজপত্র প্লাস্টিক খামে জমা দিতে হবে।
নীলফামারী সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণিতে পাঠদানকৃত বিষয়সমূহ:
মানবিক শাখা : বাংলা, ইংরেজি, আইসিটি,
[ইতিহাস, পৌরনীতি ও সুশাসন, যুক্তিবিদ্যা, অর্থনীতি] এই চারটি বিষয়ের যেকোন একটি ৪র্থ বিষয় হিসেবে নেয়া যাবে।
বিজ্ঞান শাখা : বাংলা, ইংরেজি, আইসিটি, পদার্থ, রসায়ন,
[জীববিজ্ঞান, উচ্চতর গণিত] এই দুইটি বিষয়ের যেকোন একটি ৪র্থ বিষয় হিসেবে নেয়া যাবে।
ব্যবসায় শিক্ষা শাখা : বাংলা, ইংরেজি, আইসিটি, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ব্যাংকিং ও বিমা, [অর্থনীতি] ৪র্থ বিষয়

কলেজের ফেসবুক পেজ

https://www.facebook.com/ngwc.gov.bd/

কলেজের ফেসবুক গ্রুপ

https://www.facebook.com/groups/ngwc.gov.bd