এই কলেজে অধ্যয়নরত ২০২১-২০২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির সকল ছাত্রী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, শিক্ষা, চাকুরী ও অন্যান্য সরকারি সুবিধা প্রাপ্তির লক্ষ্যে শিক্ষা তথ্য ভিত্তিক ইউনিক আইডি ও ডেটাবেইজ তৈরি কার্যক্রমে শিক্ষার্থীদের তথ্যছক পূরণের জন্য সকল ছাত্রীকে “শিক্ষার্থী তথ্যছক” ফরম কলেজের ওয়েবসাইট, ফেসবুক গ্রুপ ও ফেসবুক পেজ থেকে সংগ্রহ করে ও পূরণকৃত ফরম স্বাস্থ্যবিধি মেনে নিম্নবর্ণিত সময়ে একাদশ ভর্তি কমিটির নিকট জমা দেয়ার জন্য বলা হলো।
তথ্য ফরম জমা প্রদানের তারিখ: ২২/০২/২০২২খ্রি. থেকে ২৮/০২/২০২২খ্রি. পর্যন্ত।
(সকাল ১০.০০- দুপুর ১:০০ টা পর্যন্ত)
তথ্য ফরমের সাথে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে :
১। শিক্ষার্থীর সদ্যতোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড রঙ্গিন ছবি, সামনে থেকে
তোলা যেন দুই চোখ, কান দেখা যায়)।
২। শিক্ষার্থীর ১৭ সংখ্যার অন-লাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি (হাতে লেখা জন্ম নিবন্ধন সনদ প্রযোজ্য নয়)
৩। শিক্ষার্থীর পিতা, মাতা এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিভাবকের জন্ম সনদের ফটোকপি।
৪। শিক্ষার্থীর পিতা, মাতা এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৫। শিক্ষার্থীর এস.এস.সি/সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফটোকপি।
বি:দ্র: মূল তথ্য ফরম টি ফটোকপি করে প্রথমে ড্রাফট করে তারপর মূল ফরমটি পূরণ করতে হবে।
নির্ধারিত তারিখের মধ্যে পূরণকৃত তথ্যফরম ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে তার দায়-দায়িত্ব কলেজ কর্তৃপক্ষ বহন করবে না।
নোটিশ ডাউনলোড লিংক:
https://ngwc.gov.bd/wp-content/uploads/2022/02/Unic-ID-Notice.pdf
ফরম ডাউনলোড লিংক:
https://ngwc.gov.bd/wp-content/uploads/2022/02/UNIC-ID-Student-Profile-Form.pdf