মেনু নির্বাচন করুন
Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ আগস্ট ২০২১

২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি

এইচএসসি পরীক্ষা২০২১ এর ফরম পুরণ বিজ্ঞপ্তি

এতদ্বারা নীলফামারী সরকারি মহিলা কলেজের ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু সকল পরীক্ষার্থীকে জানানো  যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর 31/07/2021 খ্রি. তারিখের স্মারক নং- মাউশিবোদি/পনি/ পরীঃ/এইচএসসি/২০২১/৩৫৮০(১০০০)  যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পুরণ ও পরীক্ষার ফি সম্পূর্ণরূপে অনলাইনে অনুষ্ঠিত হবে। ২০২১ সালে অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার Online এ ফরমপুরণ, প্রয়োজনীয় ফি প্রদান করার নিয়মাবলি ও তারিখ নিম্নে উল্লেখ করা হলো:

০১। ক) কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীগণ আবেদন ফরম পূরণ করতে পারবে। কোন পরীক্ষার্থী তার রেজিস্ট্রেশন বহির্ভূত কোন বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করলে উক্ত বিষয়/বিষয়সমূহের পরীক্ষা কোনরূপ যোগাযোগ ছাড়াই বাতিল করা হবে।

খ) নিয়মিত, অনিয়মিত, আংশিক বিষয়ে অকৃতকার্য, শুধু আবশ্যিক বিষয়ে অকৃতকার্য, প্রাইভেট পরীক্ষার্থী, জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী অর্থাৎ সকল ধরণের পরীক্ষার্থীকে অবশ্যই ফরম পূরণ করতে হবে। ফরম পূরণ ব্যতিত পরীক্ষার্থীর ফলাফল প্রকাশের সুযোগ নেই।

০২। পরীক্ষার্থীর করণীয়ঃ

  • পরীক্ষার্থীরা আগামী ২৩/০৮/২০২১ খ্রি. তারিখের মধ্যে তাদের প্রদানকৃত মোবাইল নম্বরে SMS প্রাপ্ত হবে। পরীক্ষার্থী, SMS এ প্রাপ্ত LINK ব্যবহার করে পরীক্ষার সর্বমোট ফি পরিশোধ করতে পারবে।

অথবা

  • http://eff-hsc.dinajpurboard.gov.bd/login লিংক প্রবেশ করে অথবা মোবাইলে Sonali eSheba এ্যাপস এর মাধ্যমে এইচএসসি রেজিস্ট্রেশন নম্বর ইনপুট করে Payment সম্পন্ন করতে পারবে।
  • শিক্ষার্থীদেরকে আগামী ২6/০৮/২০২১ খ্রি. তারিখের মধ্যে ফরম পূরণের ফি Payment করার জন্য বলা হলো।
  • শিক্ষার্থীদেরকে নিজ নাম, রেজি: নম্বর ও অন্যান্য তথ্যাদি সতর্কতার সাথে যাচাই করে Payment করার জন্য বলা হলো।
  • শিক্ষার্থীরা আগামী ২৩/০৮/২০২১ খ্রি. তারিখের মধ্যে SMS প্রাপ্ত না হলে অথবা উল্লেখিত দিনাজপুর বোর্ডের লিংকের মাধ্যমে Payment সম্পন্ন করতে না পারলে কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষা-২০২১ ফরম পূরণ কমিটির নিম্নোক্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করার জন্য বলা হলোঃ

কর্মকর্তার নাম, পদবী ও মোবাইল নম্বরঃ

১। জনাব মোঃ গাউছুল আযম, সহযোগী অধ্যাপক (বাংলা), মোবাইল: 01712560758

২। জনাব মোঃ আশরাফ উজ জামান, প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান), মোবাইল: 01734342411

৩। জনাব মোঃ আসাদ ইবনে হাফিজ, প্রভাষক (পদার্থবিজ্ঞান), মোবাইল: 01726977524

৩. নিয়মিত শিক্ষার্থী প্রতি ফরম পূরণ ফি নিম্নরুপ:

ক্রমিক বিবরণ বিজ্ঞান শাখা মানবিক শাখা ব্যবসায় শিক্ষা শাখা
বোর্ড ফি ৮০০.০০ ৭৭০.০০ ৭৭০.০০
কেন্দ্র ফি (ব্যবহারিকসহ) ৩৬০.০০ ৩০০.০০ ৩০০.০০
কলেজ ব্যবস্থাপনা ফি

(শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র মোতাবেক)

৫০.০০ ৫০.০০ ৫০.০০
সর্বমোট= ১২১০.০০ ১১২০.০০ ১১২০.০০