মেনু নির্বাচন করুন
Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ জুন ২০২২

২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি

২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি

 

এতদ্বারা নীলফামারী সরকারি মহিলা কলেজের ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু সকল পরীক্ষার্থীকে জানানো  যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর 01/06/2022 খ্রি. তারিখের স্মারক নং- মাউশিবোদি/পনি/পরীঃ/এইচএসসি/2022/3896(1000) বিজ্ঞপ্তি মোতাবেক ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফরম পুরণ ও পরীক্ষার ফি সম্পূর্ণরূপে অনলাইনে অনুষ্ঠিত হবে। ২০২২ সালে অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার Online এ ফরমপুরণ, প্রয়োজনীয় ফি প্রদান করার নিয়মাবলি ও তারিখ নিম্নে উল্লেখ করা হলো:

০১। ক)  কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীগণ আবেদন ফরম পূরণ করতে পারবে। কোন পরীক্ষার্থী তার রেজিস্ট্রেশন বহির্ভূত কোন বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করলে উক্ত বিষয়/বিষয়সমূহের পরীক্ষা কোনরূপ যোগাযোগ ছাড়াই বাতিল করা হবে।

খ)   অনিয়মিত (রিটেইন্ড), জিপিএ উন্নয়ন এবং এক/দুই বিষয়ের পরীক্ষার্থী হিসেবে তালিকাভূক্তির জন্য সাদা কাগজে অধ্যক্ষ বরাবর আবেদন দাখিলের শেষ তারিখ ১৫/০৬/২০২২ খ্রি.

০২। পরীক্ষার্থীর করণীয় ও ফি জমাদান পদ্ধতি:

  • পরীক্ষার্থীরা আগামী ১৪/০৬/২০২২ খ্রি. হতে ২০/০৬/২০২২ খ্রি. তারিখের মধ্যে ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিং (রকেট) এর মাধ্যমে ফরম পূরণের ফি (সংযুক্ত ফি’র বিবরণ অনুযায়ী) পরিশোধ পূর্বক পে স্লিপ (টাকা পরিশোধের রশিদ) ডাউনলোড ও প্রিন্ট করে শাখাওয়ারী ফরম পূরণ কমিটির নিকট জমা দিতে হবে। পে স্লিপ (টাকা পরিশোধের রশিদ) অবশ্যই কলেজে জমা প্রদান  করতে হবে।

পদ্ধতি 1 :

ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং রকেটের ব্যক্তিগত মোবাইল হিসাব থেকে *৩২২# ডায়াল করে অথবা রকেটের মোবাইল এ্যাপস অথবা রকেট এজেন্টের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। মোবাইল ব্যাংকিং রকেটের বিল পে মেনুতে নিচের অপশনগুলো দিতে হবে।

পদ্ধতি ২ : লগইন রকেট এ্যাপস   

  • ক্লিক বিল পে Biller ID (৩৩১০  দিলে কলেজের নাম আসবে)
  • বিল নম্বরের স্থানে শিক্ষার্থীর শাখার ইংরেজি প্রথম অক্ষর+ SSC/HSC Registration No দিতে হবে
  • পে ফর (নিজের মোবাইল হলে self/ অন্যের মোবাইল হলে other’s এমাউন্ট

(বিজ্ঞান নিয়মিত 2380/- মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা নিয়মিত 1820/-)

  • পিন নম্বর দিয়ে সেন্ড করতে হবে
  • ফিরতি এসএমএস আসবে। ফি প্রদান সম্পন্ন হলে মোবাইলে TrxnID সম্বলিত এসএমএস আসবে।
  • শিক্ষার্থীদেরকে কলেজের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং নোটিশ বোর্ডে প্রদর্শিত সম্ভাব্য পরীক্ষার্থীদের প্রিন্ট আউটে নিজ নাম, রেজি: নম্বর ও অন্যান্য তথ্যাদি সতর্কতার সাথে যাচাই করে (ফরম পূরণ কমিটির নিকট হতে জেনে নিয়ে) ফরম পূরণের ফি Payment করার জন্য বলা হলো।
  • কোনও শিক্ষার্থী Payment সম্পন্ন করতে না পারলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা-২০২২ ফরম পূরণ কমিটি এবং কলেজের ক্যাশ শাখায় যোগাযোগ করার জন্য বলা হলো।