২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি
এতদ্বারা নীলফামারী সরকারি মহিলা কলেজের ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু সকল পরীক্ষার্থীকে জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর 01/06/2022 খ্রি. তারিখের স্মারক নং- মাউশিবোদি/পনি/পরীঃ/এইচএসসি/2022/3896(1000) বিজ্ঞপ্তি মোতাবেক ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফরম পুরণ ও পরীক্ষার ফি সম্পূর্ণরূপে অনলাইনে অনুষ্ঠিত হবে। ২০২২ সালে অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার Online এ ফরমপুরণ, প্রয়োজনীয় ফি প্রদান করার নিয়মাবলি ও তারিখ নিম্নে উল্লেখ করা হলো:
০১। ক) কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীগণ আবেদন ফরম পূরণ করতে পারবে। কোন পরীক্ষার্থী তার রেজিস্ট্রেশন বহির্ভূত কোন বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করলে উক্ত বিষয়/বিষয়সমূহের পরীক্ষা কোনরূপ যোগাযোগ ছাড়াই বাতিল করা হবে।
খ) অনিয়মিত (রিটেইন্ড), জিপিএ উন্নয়ন এবং এক/দুই বিষয়ের পরীক্ষার্থী হিসেবে তালিকাভূক্তির জন্য সাদা কাগজে অধ্যক্ষ বরাবর আবেদন দাখিলের শেষ তারিখ ১৫/০৬/২০২২ খ্রি.
০২। পরীক্ষার্থীর করণীয় ও ফি জমাদান পদ্ধতি:
পদ্ধতি 1 :
ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং রকেটের ব্যক্তিগত মোবাইল হিসাব থেকে *৩২২# ডায়াল করে অথবা রকেটের মোবাইল এ্যাপস অথবা রকেট এজেন্টের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। মোবাইল ব্যাংকিং রকেটের বিল পে মেনুতে নিচের অপশনগুলো দিতে হবে।
পদ্ধতি ২ : লগইন রকেট এ্যাপস
(বিজ্ঞান নিয়মিত 2380/- মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা নিয়মিত 1820/-)