সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ জুলাই ২০২৩
এইচএসসি পরীক্ষা-২০২৩ এর ফরম পূরণ সংক্রান্ত নোটিশ
এইচএসসি পরীক্ষা–২০২৩ এর ফরম পুরণ বিজ্ঞপ্তি
পরীক্ষার্থীর করণীয় ও ফি জমাদান পদ্ধতি:
- পরীক্ষার্থীরা আগামী 11/07/2023 হতে 13/07/2023 তারিখের মধ্যে ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিং (রকেট) এর মাধ্যমে ফরম পূরণের ফি (সংযুক্ত ফি’র বিবরণ অনুযায়ী) পরিশোধ পূর্বক পে স্লিপ (টাকা পরিশোধের রশিদ) ডাউনলোড ও প্রিন্ট করে শাখাওয়ারী ফরম পূরণ কমিটির নিকট (ছাত্রী কমন রুমে) জমা দিতে হবে। পে স্লিপ (টাকা পরিশোধের রশিদ) অবশ্যই কলেজে জমা প্রদান করতে হবে।
পদ্ধতি 1 :
ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং রকেটের ব্যক্তিগত মোবাইল হিসাব থেকে *৩২২# ডায়াল করে অথবা রকেটের মোবাইল এ্যাপস অথবা রকেট এজেন্টের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। মোবাইল ব্যাংকিং রকেটের বিল পে মেনুতে নিচের অপশনগুলো দিতে হবে।
পদ্ধতি ২ : লগইন রকেট এ্যাপস
-
ক্লিক বিল পে Biller ID (৩৩১০ দিলে কলেজের নাম আসবে)
-
বিল নম্বরের স্থানে শিক্ষার্থীর শাখার ইংরেজি প্রথম অক্ষর+ SSC/HSC Registration No দিতে হবে
-
পে ফর (নিজের মোবাইল হলে self/ অন্যের মোবাইল হলে other’s এমাউন্ট
(বিজ্ঞান নিয়মিত 2730/- মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা নিয়মিত 2170/-)
-
পিন নম্বর দিয়ে সেন্ড করতে হবে
-
ফিরতি এসএমএস আসবে। ফি প্রদান সম্পন্ন হলে মোবাইলে TrxnID সম্বলিত এসএমএস আসবে।
-
শিক্ষার্থীদেরকে কলেজের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং নোটিশ বোর্ডে প্রদর্শিত সম্ভাব্য পরীক্ষার্থীদের প্রিন্ট আউটে নিজ নাম, রেজি: নম্বর ও অন্যান্য তথ্যাদি সতর্কতার সাথে যাচাই করে (ফরম পূরণ কমিটির নিকট হতে জেনে নিয়ে) ফরম পূরণের ফি Payment করার জন্য বলা হলো।
-
কোনও শিক্ষার্থী Payment সম্পন্ন করতে না পারলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা-২০২3 ফরম পূরণ কমিটি এবং কলেজের ক্যাশ শাখায় যোগাযোগ করার জন্য বলা হলো।
এইচএসসি পরীক্ষা-২০২৩ এর ফরম পূরণ সংক্রান্ত নোটিশ