মেনু নির্বাচন করুন
Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ০৪ আগস্ট ২০২১

এইচএসসি ফরম পূরণ ২০২১ এর জরুরী তথ্য প্রদান

২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, তাদের ফরম পূরণ আগামী ১২/০৮/২০২১ খ্রি. হতে শিক্ষা বোর্ডের নির্দেশনা মোতাবেক শুধু অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর পূর্বে ফরম পূরণ কার্যক্রম শুরুর জন্য শিক্ষার্থীদের কিছু জরুরী তথ্য অনলাইনে এন্ট্রি দিতে হবে। এ জন্য এই লিংকে https://forms.gle/V2t62iucp3MWiQTp6  অথবা কলেজের ওয়েবসাইটে www.ngwc.gov.bd প্রবেশ করে এইচএসসি ফরম পূরণ ২০২১ এ ক্লিক করে শিক্ষার্থীদের আগামী ০৯/০৮/২০২১ তারিখের মধ্যে নিম্নের তথ্যগুলো প্রদানের জন্য বলা হলো। কোন শিক্ষার্থী উল্লেখিত লিংকে জরুরী তথ্য ফরমে তথ্য না দিলে অথবা ভুল তথ্য দিলে ঐ শিক্ষার্থীর ফরম পূরণে কোন জটিলতা সৃষ্টি হলে কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

যেসব তথ্য এন্ট্রি দিতে হবে:

১. পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নং (ইংরেজিতে)

২. পরীক্ষার্থীর নাম (ইংরেজিতে)

৩. পরীক্ষার্থীর পিতার নাম (ইংরেজিতে)

৪. পরীক্ষার্থীর মাতার নাম (ইংরেজিতে)

৫. পরীক্ষার্থীর অথবা অভিভাবকের মোবাইল নম্বর:

মোবাইল নম্বরটি অতীব জরুরী। এই নম্বরে এইচএসসি পরীক্ষা-২০২১ ফরম পূরণের তথ্যাদি প্রেরণ করা হবে।

৬. পরীক্ষার্থীর অথবা অভিভাবকের বিকল্প মোবাইল নম্বর:

৭. একাদশ শ্রেণিতে ভর্তির ধরণ: সরাসরি/টিসি (টিক চিহ্ন দিতে হবে)

সকল তথ্য নির্ভূলভাবে দিতে হবে।